Brajangana Kabya by Madhusudan Dutta PDF download
ব্রজাঙ্গনা কাব্য - মধুসূদন দত্ত পিডিএফ ডাউনলোড
বইয়ের নাম: ব্রজাঙ্গনা কাব্য
লেখক: মাইকেল মধুসূদন দত্ত
Book: Birangana Kavya
Author: Michael Madhusudan Dutta
কবি মধুসূদন দত্তের একটি উল্লেখযােগ্য কাব্য হল 'ব্রজাঙ্গনা কাব্য'। কাব্যটির নায়িকা হলেন রাধা। শুরু থেকে শেষ পর্যন্ত অমিত্রাক্ষর ছন্দে লেখা এই কাব্যে রাধা একজন সাধারণ মর্ত্যমানবীরূপেই অঙ্কিত হয়েছে। কবির নিজস্ব স্বীকৃতি বা দাবি অনুযায়ী এটি 'ওড' (Ode) জাতীয় রচনা হলেও গীতিকবিতার মেজাজ কাব্যটিতে লক্ষ করা যায়। ‘ব্রজাঙ্গনা’ কাব্যে আঠারটি গীতি কবিতা আছে, মধুসূদন প্রত্যেকটির একটি করে শিরোনাম দিয়েছেন যা আধুনিক রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য। বৈষব কবিদের পদগুলো মধুসূদনের গীতি কবিতা থেকে আকারে ছোট- এগুলোর পরিচয় বহির্মুখী বিস্তারে নয়-অন্তর্মুখী গভীরতার। ‘ব্রজাঙ্গনা’ কাব্যটি বৈষ্ণব পদাবলীর অনুকরণে আধুনিক রূপে রূপায়িত করে মেঘনাদবধ কাব্যের সমসাময়িক কালে রচিত।
কবিতাগুলােতে রাধাকৃষ্ণের প্রেমলীলার আধ্যাত্মিক রূপক গ্রহণ না করে কবি রাধার বিরহের মানবিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। বৈষ্ণব সাহিত্যের ভক্তি বা রসতত্ত্ব এতে প্রতিফলিত হয়নি, বিরহ ব্যথায় আকুলা রাধার মনােবেদনা এখানে ব্যক্ত হয়েছে। রাধার বিরহ, হতাশা, আক্ষেপ ফুটিয়ে তুলে কবি রাধাকে যথার্থ মানবী করে রূপ দিয়েছেন। এই রূপান্তরে উনিশ শতকের মানবতাবাদের পরিচয় মিলে। গীতিকাব্যের গুণ কাব্যটির মধ্যে প্রকাশমান। ব্রজাঙ্গনা কাব্যে কবির আন্তরিক কোনো ভক্তিভাব পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে না। মাইকেলের প্রথম যৌবন থেকে তার মধ্যে যে গীতি প্রবণতার বৈশিষ্ট্য বিদ্যমান ছিল তারই প্রকাশ ঘটেছে ব্রজাঙ্গনা কাব্যে।
ভাবে বা ভাষায় ব্রজাঙ্গনা বৈষ্ণবকাব্যের লক্ষণাক্রান্ত নয়। কবির ভাষাপ্রয়ােগ বিষয়ানুযায়ী সহজ। ভাষা ও ছন্দ নিয়ে কবি নিরন্তর যে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন তা এ কাব্যে নতুন রূপ লাভ করেছে। স্তবকবিন্যাস ও অন্ত্যমিলেও নতুনত্ব আছে। বৈষ্ণব পদের মত কবি ভণিতাও ব্যবহার করেছেন। এ কাব্যের স্বরূপ সম্পর্কে বলা যায়, এগুলাে সুরের সহযােগে গেয় মহাজন পদাবলীও নয়, বিভিন্ন পালায় বিভক্ত কবি বা পাঁচালি শ্রেণির গানও নয়। কবি মধুসূদন স্বয়ং এগুলােকে Ode আখ্যা দিয়েছেন। তার অমিত্রাক্ষর ছন্দ ও চতুর্দশপদী কবিতার মত বাংলায় এই শ্রেণির গীতিকবিতারও তিনি জন্মদাতা। বৈষ্ণব পদকর্তাদের ভক্তিভাব মধুসূদনের মনে কখনও ছিল না। তিনি ওড বা অসমচরণ গীতিকবিতা রচনা করতে গিয়ে যতি, পংক্তি, অন্ত্যমিল ও মাত্রাবৃত্তের ব্যবহারে স্বাধীনতা দেখিয়েছেন।
Always Free Thinking website-এ upload করা হয় সেই সমস্ত বই যেগুলি আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ। Always Free Thinking কোনো বইয়ের PDF তৈরি করে না।