Feluda Samagra by Satyajit Ray PDF download
ফেলুদা সমগ্র - সত্যজিৎ রায় পিডিএফ ডাউনলোড
বইয়ের নাম: ফেলুদা সমগ্র
লেখক: সত্যজিৎ রায়
Book: Feluda Samagra
Author: Satyajit Ray
প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরির প্রথমভাগ প্রকাশিত হয়, যা পরের আরো দুইটি সংখ্যার মাধ্যমে শেষ হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। ফেলুদার প্রধান সহকারী তার খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে ও লেখক লালমোহন গাঙ্গুলি (ছদ্মনাম জটায়ু)। ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় তার ছোটবেলায় পড়া শার্লক হোমস এর গোয়েন্দা গল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই ফেলুদার চরিত্রের সাথে অনেক জায়গায় আমরা হোমসের আর ফেলুদার ভাই ও সহকারী তোপসের সাথে হোমসের সহকারী ওয়াটসনের মিল পাই। নিজের লেখা অধিকাংশ গল্পের বইয়ের মতই ফেলুদার বইতেও সত্যজিৎ রায় নিজেই প্রচ্ছদ ও অলংকরণ করতেন। সত্যজিৎ রায় ফেলুদার সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ উপন্যাসদুটিকে চলচ্চিত্রায়িত করেন। এই দুই ছবিতে কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন। জটায়ু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সন্তোষ দত্ত। ফেলুদা কাহিনীগুলোর উপর ভিত্তি করে একাধিক কমিকস প্রকাশিত হয়েছে।
ছোটগল্প
ফেলুদার গোয়েন্দাগিরি, কৈলাস চৌধুরীর পাথর, শেয়াল-দেবতা রহস্য, সমাদ্দারের চাবি, ঘুরঘুটিয়ার ঘটনা, গোলোকধাম রহস্য, নেপোলিয়নের চিঠি, অম্বর সেন অন্তর্ধান রহস্য, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, এবার কান্ড কেদারনাথে, বোসপুকুরে খুনখারাপি, ভূস্বর্গ ভয়ংকর, অপ্সরা থিয়েটারের মামলা, শকুন্তলার কণ্ঠহার, গোলাপী মুক্তা রহস্য, লন্ডনে ফেলুদা, ডাঃ মুনসীর ডায়রি, ইন্দ্রজাল রহস্য।
উপন্যাস
বাদশাহী আংটি, গ্যাংটকে গন্ডগোল, সোনার কেল্লা, বাক্স-রহস্য, কৈলাসে কেলেংকারী, রয়েল বেঙ্গল রহস্য, জয়বাবা ফেলুনাথ, বোম্বাইয়ের বোম্বেটে, গোঁসাইপুর সরগরম, গোরস্থানে সাবধান!, ছিন্নমস্তার অভিশাপ, হত্যাপুরী, যত কান্ড কাঠমান্ডুতে, টিনটোরেটোর যীশু, দার্জিলিং জমজমাট,নয়ন রহস্য, রবার্টসনের রুবি।
Always Free Thinking website-এ upload করা হয় সেই সমস্ত বই যেগুলি আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ। Always Free Thinking কোনো বইয়ের PDF তৈরি করে না।