Was Vidyasagar an Atheist PDF download
বিদ্যাসাগর কি নাস্তিক ছিলেন? PDF download
Vidyasagar Ki Nastik Chilen PDF download
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
বইয়ের নাম: বিদ্যাসাগর কি নাস্তিক ছিলেন?
লেখক: অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
Book: Was Vidyasagar an Atheist?
Author: Asit Kumar Bandyopadhyay
Book: Vidyasagar Ki Nastik Chilen
Author: Asit Kumar Bandyopadhyay
প্রশ্ন উঠেছে, সে-যুগেও উঠেছিল-বিদ্যাসাগর কি প্রচলিত হিন্দুমতাদর্শানুসারে ঈশ্বরবিশ্বাসী আস্তিক্যবাদী পুরুষ ছিলেন? বাহ্যতঃ তিনি শীল হিন্দুসমাজের কোন কোন আচার-আচরণ সম্বন্ধে কিছু উদাসীন ছিলেন; উপরন্তু যে-সমস্ত পুরাতন সংস্কারের উপর আঘাত হেনেছিলেন সেগুলি ছিল সনাতনপন্থী হিন্দু-সমাজের প্রাণের সামগ্রী। সুতরাং তাঁর জীবিতকালেই তাঁর ধর্মমত নিয়ে আড়ালে-আবডালে অনেক আলোচনা হত। ছদ্মনামে লেখা তাঁর ‘ব্রজবিলাস'-এ তিনি বলেছেন যে, সেযুগের সমাজপতিরা তাকে গোপনে খ্রীষ্টান অপনাম দিয়ে নিন্দা করতেন। কারণ তিনি হিন্দুর সামাজিক সংস্কারগুলিকে সর্বদা শিরোধার্য করতেন না।
বিদ্যাসাগরকে নাস্তিক বলে প্রথম প্রচার করেন তাঁর শিষ্য ও অনুরাগী আচার্য কৃষ্ণকমল ভট্টাচার্য। বিদ্যাসাগরের তিরোধানের বহুকাল পরে কৃষ্ণকমল বিদ্যাসাগরের ধর্মমত সম্বন্ধে এই মত প্রকাশ করেন: “বিদ্যাসাগর নাস্তিক ছিলেন, এ কথা বোধ হয় তোমরা জান না; যাহারা জানিতেন, তাহারাও কিন্তু সে বিষয় লইয়া তাহার সঙ্গে কখনও বাদানুবাদে প্রবৃত্ত হইতেন না।... পাশ্চাত্ত্য সাহিত্যের ভাব বন্যায় এদেশের ছাত্রের ধর্মবিশ্বাস টলিল, চিরকাল পোষিত হিন্দুর ভগবান সেই বন্যায় ভাসিয়া গেলেন, বিদ্যাসাগরও নাস্তিক হইবেন, তাহাতে আর বিচিত্র কি?”
Always Free Thinking website-এ upload করা হয় সেই সমস্ত বই যেগুলি আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ। Always Free Thinking কোনো বইয়ের PDF তৈরি করে না।