Se Chilo Boroi Anmona Lyrics
সে ছিলো বড়োই আনমনা লিরিক্স
সে ছিলো বড়োই আনমনা |
গান: সে ছিলো বড়োই আনমনা
অ্যালবাম: বন্ধন (২০০৪, বাংলা সিনেমা)
গায়ক: শান
লিরিক্স রচনা: গৌতম সুস্মিত
সঙ্গীত পরিচালনা: জিৎ গাঙ্গুলী
Song: Se Chilo Boroi Anmona
Album: Bandhan (2004, Bangla Cinema)
Singer: Shaan
Lyricist: Gautam Susmit
Music Director: Jeet Ganguly
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা, আলপনা
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা, আলপনা।
আর ছিলো আমার কল্পনা, আলপনা।
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা, আলপনা।
আর ছিলো আমার কল্পনা, আলপনা।
সে যে পূর্ণিমা রাত ছিলো,
সে যে ভালোবাসার গান ছিলো।
সে যে পূর্ণিমা রাত ছিলো,
সে যে ভালোবাসার গান ছিলো।
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা,
সে যে ভালোবাসার গান ছিলো।
সে যে পূর্ণিমা রাত ছিলো,
সে যে ভালোবাসার গান ছিলো।
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা,
আলপনা, আলপনা, আলপনা।
লিখেছিলো সে এক কবিতা,
নাম তার নীলাঞ্জনা,
তার সেই প্রেমের ভাষা,
চিরদিনই ছিলো অচেনা।
লিখেছিলো সে এক কবিতা,
নাম তার নীলাঞ্জনা,
তার সেই প্রেমের ভাষা,
চিরদিনই ছিলো অচেনা।
সে যে প্রদীপের শিখা ছিলো,
সে যে জীবনে এক আশা ছিলো।
সে যে পূর্ণিমা রাত ছিলো,
সে যে ভালবাসার গান ছিলো।
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা, আলপনা।
ভরেছিলো আমার পৃথিবী,
তার ভালবাসার ছোঁয়ায়।
মনে পড়ে কতো কথা,
কোনোদিনি সে কি ভোলা যায়?
ভরেছিলো আমার পৃথিবী,
তার ভালবাসার ছোঁয়ায়।
মনে পড়ে কতো কথা,
কোনোদিনি সে কি ভোলা যায়?
নাম তার নীলাঞ্জনা,
তার সেই প্রেমের ভাষা,
চিরদিনই ছিলো অচেনা।
সে যে প্রদীপের শিখা ছিলো,
সে যে জীবনে এক আশা ছিলো।
সে যে পূর্ণিমা রাত ছিলো,
সে যে ভালবাসার গান ছিলো।
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা, আলপনা।
ভরেছিলো আমার পৃথিবী,
তার ভালবাসার ছোঁয়ায়।
মনে পড়ে কতো কথা,
কোনোদিনি সে কি ভোলা যায়?
ভরেছিলো আমার পৃথিবী,
তার ভালবাসার ছোঁয়ায়।
মনে পড়ে কতো কথা,
কোনোদিনি সে কি ভোলা যায়?
সে যে সুখের এক স্মৃতি ছিল,
সে যে চিরদিনের সাথী ছিল।
সে যে পূর্ণিমা রাত ছিলো,
সে যে ভালবাসার গান ছিল।
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা, আলপনা।
সে ছিলো বড়োই আনমনা,
আর ছিলো আমার কল্পনা, আলপনা।
[আরও পড়ুন: আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন]
[আরও পড়ুন: চাঁদের হাসির বাঁধ ভেঙেছে]
[আরও পড়ুন: বেলা বয়ে যায় (ওরে ও ডাকে মন সোনা মন)]
[আরও পড়ুন: তারাদের শেষ তর্পণ (আগে ছিলে দুচোখের তারা)]