Saat Bhai Champa Jagore Song Lyrics
সাত ভাই চম্পা জাগোরে লিরিক্স
Chayanika Mone Rakha Gaan |
গান: সাত ভাই চম্পা জাগোরে
অ্যালবাম: Chayanika Mone Rakha Gaan
গায়িকা: লতা মঙ্গেশকর
লিরিক্স রচনা: সলিল চৌধুরী
সঙ্গীত পরিচালনা: সলিল চৌধুরী
Song: Saat Bhai Champa Jagore
Album: Chayanika Mone Rakha Gaan
Singer: Lata Mangeshkar
Lyricist: Salil Chowdhury
Music Director: Salil Chowdhury
লিরিক্স>>>
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?
ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার?
আজো রাজার দেশে ঘোরে ছদ্মবেশে
ডাইনী সর্বনাশী রাক্ষসীরা আবার
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
আর রাজবাড়ি সৎরাণী মায়ের ঘরে
ফিরে যাবো না, যাবো না, যাবো না রে
আর রাজবাড়ি সৎরাণী মায়ের ঘরে
ফিরে যাবো না, যাবো না, যাবো না রে
ঘরে ক্ষুধার জ্বালা পথে যৌবন জ্বালা
রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে
সাত ভাই চম্পা জাগোরে জাগোরে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগোরে
[আরও পড়ুন: ন্যানো টেকনোলজি যেভাবে বদলে দিতে পারে আগামী পৃথিবী]
[আরও পড়ুন: তোমারি চলার পথে দিয়ে যেতে চাই লিরিক্স]
[আরও পড়ুন: কেন সর্বনাশের নেশা ধরিয়ে তুমি এলে না যে]
[আরও পড়ুন: অলির কথা শুনে বকুল হাসে লিরিক্স]