জগতের গঠন এবং সংখ্যা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যুক্তিহীন অবৈজ্ঞানিক বাণী
Wrong idea of Swami Vivekananda about atom and integer number
স্বামী বিবেকানন্দ |
ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয় স্বামী বিবেকানন্দ মহান জ্ঞানী, তাঁর কোনো ভুল হতে পারে না। আমরা বিবেকানন্দকে চিনি তাঁর কিছু ভালো বাণীর মাধ্যমে কিন্তু খুব কম মানুষই বিবেকানন্দের সমস্ত লেখা পড়ে থাকেন। এমনকি বহু মানুষ আছেন যাদের কাছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সংগ্রহ থাকলেও কোনোদিন পড়েনি। বিবেকানন্দের সমস্ত লেখা পড়লে একাধিক ভুল, স্ববিরোধীতা, সভ্য সমাজে বর্জিত চিন্তাধারা, অবৈজ্ঞানিক ও যুক্তিহীন কথা পাওয়া যাবে। এখানে বিবেকানন্দের একটা অবৈজ্ঞানিক লেখা এবং প্রকৃত বৈজ্ঞানিক তথ্য তুলে ধরছি।
স্বামী বিবেকানন্দ বলেছেন,এরূপ কয়েকজন দ্বৈতবাদীও আছেন যাঁহারা বেদান্ত-সম্প্রদায়ভুক্ত নহেন। তাঁহাদের বলা হয় 'পরমাণুকারণবাদী'। তাঁহাদের মতে জগৎ অসংখ্য পরমাণুর সমাহার মাত্র, এবং ঈশ্বরেচ্ছায় এই-সকল পরমাণু হইতে সৃষ্টি হয়। বৈদান্তিকগণ এই মতবাদ স্বীকার করেন না; তাঁহাদের মতে এই মতবাদ সম্পূর্ণ অযৌক্তিক। জ্যামিতিক বিন্দুর ন্যায়; পরমাণুরও অংশ অথবা আয়তন নাই; কিন্তু যাহার অংশ অথবা আয়তন নাই, তাহাকে অনন্তবার গুণ করিলেও তাহা পূর্ববৎই থাকিয়া যায়। যাহার অংশ নাই, তাহা কোনদিন অংশযুক্ত কোন বস্তু সৃষ্টি করিতে পারে না; এবং বহুসংখ্যক শূণ্যকে যোগ দিলে একটি পূর্ণ সংখ্যা হয় না। সেজন্য পরমাণুসমূহের যদি অংশ অথবা আয়তন না থাকে, তাহা হইলে এরূপ পরমাণু হইতে জগতের সৃষ্টি সম্পূর্ণ অসম্ভব।
[সূত্র: জন্ম শতবর্ষ স্মরণে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা - দ্বিতীয় খণ্ড, উদ্বোধন কার্যালয় কলিকাতা, প্রথম সংস্করণ পৌষ-কৃষ্ণাসপ্তমী,১৩৬৭, জ্ঞানযোগ-প্রসঙ্গে, আত্মা (পৃষ্ঠা – ২৯৫-২৯৬)]
বাস্তবে আসলে কী জেনে নেওয়া যাক:
স্বামী বিবেকানন্দের মতে জগৎ পরমাণু দ্বারা সৃষ্টি নয়। বিবেকানন্দের মতে পরমাণুর আয়তন নাই। তবে বাস্তবে পরমাণুর আয়তন রয়েছে এবং জগতের গঠনে পরমাণুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিবেকানন্দের ভুল ধারনার কারণ পরমাণু সম্পর্কে সঠিক ধারণা না থাকা। সেসময় পরমাণু সম্পর্কে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা খুব বেশি হয়নি। পরমাণু সম্পর্কে মানুষ খুব কমই জানতো। যদি বিবেকানন্দ ঈশ্বর হন তবে তিনি নিশ্চয় পরমাণু সম্পর্কে সঠিক লিখতেন। তিনি যদি সত্যিই ভগবানের অবতার ছিলেন তবে নিশ্চয় জগতের গঠন সম্পর্কে সঠিক বৈজ্ঞানিক তথ্য দিতেন। বিবেকানন্দের পরমাণু এবং জগতের গঠন সম্পর্কে ভুল ধারণা ছিল, তিনি কোনো ভগবান ছিলেন না। মানুষের কল্পনাই সৃষ্টি করেছে ঈশ্বর-গড-আল্লাহ যেগুলোর বাস্তবে অস্তিত্ব নেই। বিবেকানন্দ আরও বলেছেন,“বহুসংখ্যক শূণ্যকে যোগ দিলে একটি পূর্ণ সংখ্যা হয় না”। তবে প্রকৃতপক্ষে শূন্য একটি পূর্ণ সংখ্যা। বহুসংখ্যক শূণ্যকে যোগ দিলে শূন্য হয় এবং যোগফল শূন্য একটি পূর্ণ সংখ্যা। আবার অন্যভাবে একাধিক অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের যোগফল পূর্ণ সংখ্যা হতে পারে। আসলে বিবেকানন্দের সংখ্যা সম্পর্কে সঠিক ধারণা ছিল না। অনেকেই মনে করতে পারেন শূন্য একটি পূর্ণ সংখ্যা নয়, কিন্তু প্রকৃতপক্ষে গণিতশাস্ত্রে শূন্য একটি পূর্ণ সংখ্যা।
বিবেকানন্দের লেখার মধ্যে এইরকম বহু অবৈজ্ঞানিক যুক্তিহীন কথা রয়েছে। অন্ধভাবে ভক্তি করলে কখনো ভুল দেখা যায় না। এজন্য বিবেকানন্দ সম্পর্কে জানতে বিবেকানন্দের নিজের লেখা বইগুলি যুক্তিবাদী মনে পড়া উচিত।
আরও পড়ুন: বিবেকানন্দ সম্পর্কে সকল প্রবন্ধ
আরও পড়ুন: বিবেকানন্দ সম্পর্কে সকল প্রবন্ধ