প্রথম কদম ফুল (১৯৬৯, বাংলা সিনেমা) |
গান: কোন সে আলোর স্বপ্ন নিয়ে
অ্যালবাম: প্রথম কদম ফুল (১৯৬৯, বাংলা সিনেমা)
গায়িকা: আশা ভোঁসলে
লিরিক্স রচনা: সুধীন দাশগুপ্ত
সঙ্গীত পরিচালনা: সুধীন দাশগুপ্ত
Song: Kon Se Alor Swapna Niye
Album: Pratham Kadam Phul (1969, Bangla Film)
Singer: Asha Bhosle
Lyricist: Sudhin Dasgupta
Music Director: Sudhin Dasgupta
লিরিক্স>>>
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়কে ডাকে আয় চলে আয়
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়ছায়া নীল সীমানায়
ছড়ায় সোনা সুর্য মেঘের গায়
ডাকে আয় আয় রে আয়।
কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে
যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ফিরে
এই মন সঙ্গী করে
আকাশের নীল নগরে
আমিও যাবোরে তারি পাখায়
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।
চেনা অচেনার পারে
ডেকে ডেকে যে আমাকে
নিয়ে যায় অজানার অভিসারে
হয়তো ফিরেও দেখবে না এই ফেরারী মন
ঘর ছেড়ে ওই শুন্যে ওড়া পাখির মতন
যাব দেশে বিদেশে, যেখানে স্বপ্ন মিশে
সে যদি সামনে এসে দুহাত বাড়ায়
কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায়
কে ডাকে আয় চলে আয়।
[আরও পড়ুন: আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো]
[আরও পড়ুন: মিউজিয়াম থেকে চুরি হয়েছিল মোনালিসা, দুই বছর পর ধরা পড়েছিল চোর]
[আরও পড়ুন: সাত ভাই চম্পা জাগোরে লিরিক্স]
[আরও পড়ুন: তোমারি চলার পথে দিয়ে যেতে চাই একটু আমার ভালোবাসা]
Some songs are never gets old. This beautiful song is one of them.
উত্তরমুছুনঅবশ্যই। কিছু গান চির নতুন।❤️
মুছুন