ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয় স্বামী বিবেকানন্দ মহান জ্ঞানী, তাঁর কোনো ভুল হতে পারে না। আমরা বিবেকানন্দকে চিনি তাঁর কিছু ভালো বাণীর মাধ্যমে কিন্তু খুব কম মানুষই বিবেকানন্দের সমস্ত লেখা পড়ে থাকেন। এমনকি বহু মানুষ আছেন যাদের কাছে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা সংগ্রহ থাকলেও কোনোদিন পড়েনি। বিবেকানন্দের সমস্ত লেখা পড়লে একাধিক ভুল, স্ববিরোধীতা, সভ্য সমাজে বর্জিত চিন্তাধারা, অবৈজ্ঞানিক ও যুক্তিহীন কথা পাওয়া যাবে।বিবেকানন্দের লেখার মধ্যে বহু অবৈজ্ঞানিক যুক্তিহীন কথা রয়েছে। অন্ধভাবে ভক্তি করলে কখনো ভুল দেখা যায় না। এজন্য বিবেকানন্দ সম্পর্কে জানতে বিবেকানন্দের নিজের লেখা বইগুলি যুক্তিবাদী মনে পড়া উচিত।
বিবেকানন্দ সম্পর্কে সকল প্রবন্ধ
জগতের গঠন এবং সংখ্যা সম্পর্কে স্বামী বিবেকানন্দের যুক্তিহীন অবৈজ্ঞানিক বাণী