Koto Raginir Bhul Bhangate Lyrics
কত রাগিণীর ভুল ভাঙাতে লিরিক্স
Kato Raginir Bhul Bhangate - Hemanta Mukherjee |
গান: কত রাগিণীর ভুল ভাঙাতে
গায়ক: হেমন্ত মুখার্জি
লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
Song: Kato Raginir Bhul Bhangate
Singer: Hemanta Mukherjee
Lyricist: Pulak Bandopadhyay
লিরিক্স>>>
কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে
প্রজাপতি পেল যে ব্যথাবাঁশি ভরে গেছে আঘাতে
কাঁটাবনে ফুল জাগাতে
কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে
প্রজাপতি পেল যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে
তবু সুখ, তাতেই ভরেছে
মোর বুক
দীপের গরব বাড়িয়ে
কত শিখা গেছে হারিয়ে
দীপের গরব বাড়িয়ে
কত শিখা গেছে হারিয়ে
কত মেঘ ঝরে গেছে গো
আকাশে নীলাভা লাগাতে
তবু সুখ, তাতেই ভরেছে
মোর বুক
তুফান তোমার সাগরে
তবু মোর হিয়া ডুব দিলো যে
তোমার মনের অতলে
ঝিনুকে মুকুতা ছিল যে
তুফান তোমার সাগরে
তবু মোর হিয়া ডুব দিলো যে
তোমার মনের অতলে
ঝিনুকে মুকুতা ছিল যে
হয়তো বা ফেরা হবে না
কূলের ঠিকানা রবে না
হয়তো বা ফেরা হবে না
কূলের ঠিকানা রবে না
আলেয়া জেনেও যাবো গো
সে আলোর জয় জানাতে
তবু সুখ, তাতেই ভরেছে
মোর বুক
কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে
প্রজাপতি পেল যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে
তবু সুখ, তাতেই ভরেছে
মোর বুক...
[আরও পড়ুন: চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই]
[আরও পড়ুন: আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো]
[আরও পড়ুন: আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর লিরিক্স][আরও পড়ুন: সাত ভাই চম্পা জাগোরে লিরিক্স]