Chirodini Tumi Je Amar Yuge Yuge Tumi Amari Bengali Song Lyrics
অমর সঙ্গী ১৯৮৬ সালের একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি ভারতীয় বাংলা চলচ্চিত্র ইতিহাসে ব্লকবাস্টার চলচ্চিত্রের অন্যতম। ছবিটি জনপ্রিয়তা পেয়েছিল বিশেষ করে সঙ্গীতের জন্য। কিশোর কুমার এর গাওয়া "চিরদিনি তুমি যে আমার" গানটি আজও বিখ্যাত।
গান: চিরদিনই তুমি যে আমার
অ্যালবাম: অমর সঙ্গী (১৯৮৬, বাংলা চলচ্চিত্র)
গায়ক: কিশোর কুমার
গায়িকা: আশা ভোঁসলে
লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: বাপ্পী লাহিড়ীSong: Chirodini Tumi Je Amar
Album: Amar Sangi (1986, Bengali Movie)
Singer: Kishore Kumar
Singer: Asha Bhosle
Lyricist: Pulak Banerjee
Music Director: Bappi Lahiri
Music Director: Bappi Lahiri
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই,
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী... সঙ্গী...
যুগে যুগে আমি তোমারই।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী... সঙ্গী...
আমরা অমর সঙ্গী
এতো কাছে রয়েছো তুমি
আরো কাছে তোমাকে যে চাই,
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই।
এতো কাছে রয়েছো তুমি
আরো কাছে তোমাকে যে চাই,
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই।
এতো কাছে রয়েছো তুমি
আরো কাছে তোমাকে যে চাই,
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই।
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি?
সঙ্গী... সঙ্গী...
আরো কাছে তোমাকে যে চাই,
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই।
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি?
সঙ্গী... সঙ্গী...
আমরা অমর সঙ্গী
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন,
সেদিনও হবে একাকার
দুজনার এই দুটি মন।
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারে
এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন,
সেদিনও হবে একাকার
দুজনার এই দুটি মন।
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দ তারে
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী... সঙ্গী...
যুগে যুগে আমি তোমারই।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী... সঙ্গী...
আমরা অমর সঙ্গী
[আরও পড়ুন: আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো]
[আরও পড়ুন: যদি বন্ধু হও যদি বাড়াও হাত]
[আরও পড়ুন: কোন সে আলোর স্বপ্ন নিয়ে লিরিক্স]
[আরও পড়ুন: চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি]