আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো বাংলা গানের লিরিক্স
গান: আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
অ্যালবাম: অন্তরালে (১৯৮৫, বাংলা চলচ্চিত্র)
গায়ক: কিশোর কুমার
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: বাপ্পী লাহিড়ীSong: Aaj Ei Din Take Moner Khatay Likhe Rakho
Album: Antarale (1985, Bengali Movie)
Singer: Kishore Kumar
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Bappi Lahiri
Music Director: Bappi Lahiri
মনের খাতায় লিখে রাখো,
আমায় পড়বে মনে,
কাছে দূরে যেখানেই থাকো।
আমায় পড়বে মনে,
কাছে দূরে যেখানেই থাকো।
আজ এই দিনটাকে,
হাওয়ার গল্প আর পাখীদের গান শুনে শুনে,
আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।
মনের খাতায় লিখে রাখো,
আমায় পড়বে মনে,
কাছে দূরে যেখানেই থাকো।
আমায় পড়বে মনে,
কাছে দূরে যেখানেই থাকো।
হাওয়ার গল্প আর পাখীদের গান শুনে শুনে,
আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।
হাওয়ার গল্প আর পাখীদের গান শুনে শুনে,
আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।
আজ এই দিনটাকে,
এসো আজ সারাদিন,
আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।
আজ এই দিনটাকে,
মনের খাতায় লিখে রাখো,
আমায় পড়বে মনে,
কাছে দূরে যেখানেই থাকো।
আমায় পড়বে মনে,
কাছে দূরে যেখানেই থাকো।
এসো আজ সারাদিন,
বসে নয় থাকি পাশাপাশি,
আজ শুধু ভালবাসাবাসি,
শুধু গান আর হাসাহাসি।
রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে,
দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো।
আজ শুধু ভালবাসাবাসি,
শুধু গান আর হাসাহাসি।
রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে,
দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো।
রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে,
দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো।
দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো।
আজ এই দিনটাকে,
মনের খাতায় লিখে রাখো,
আমায় পড়বে মনে,
কাছে দূরে যেখানেই থাকো।
আমায় পড়বে মনে,
কাছে দূরে যেখানেই থাকো।
[আরও পড়ুন: যদি বন্ধু হও যদি বাড়াও হাত]
[আরও পড়ুন: তোমার চোখে ভোরের আলো]
[আরও পড়ুন: চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি]
[আরও পড়ুন: আকাশ হারায় নীল হারায় আলোর দিন]