না বলে এসেছি তা বলে ভেবোনা না বলে বিদায় নেবো লিরিক্স
গান: না বলে এসেছি তা বলে ভেবোনা না বলে বিদায় নেবো
গানের লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
গায়িকা: আরতি মুখার্জি
সঙ্গীত পরিচালনা: সুধীন দাশগুপ্ত
Song: Na Bole Esechi Ta Bole Vebona Na Bole Biday Nebo
Lyricist: Pulak Banerjee
Singer: Arati Mukherjee
Music Director: Sudhin Dasgupta
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে
জাগতে পারেনি কুঁড়ি,
লক্ষ মরণে মরতে চেয়েছি,
সয়নি সে লুকোচুরি।
গানের লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
গায়িকা: আরতি মুখার্জি
সঙ্গীত পরিচালনা: সুধীন দাশগুপ্ত
Song: Na Bole Esechi Ta Bole Vebona Na Bole Biday Nebo
Lyricist: Pulak Banerjee
Singer: Arati Mukherjee
Music Director: Sudhin Dasgupta
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা,
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা,
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।
অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা,
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।
এই নির্জনে নয়নে নয়নে
প্রেমের কবিতা ভাবো।
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
তোমাকে দেখার লুকানো আশায়
অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া
হৃদয়ে নৃত্য করা।
হয় নি যে কথা বলা,
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।
এই নির্জনে নয়নে নয়নে
প্রেমের কবিতা ভাবো।
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
তোমাকে দেখার লুকানো আশায়
অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া
হৃদয়ে নৃত্য করা।
তোমাকে দেখার লুকানো আশায়
অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া
হৃদয়ে নৃত্য করা।
অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া
হৃদয়ে নৃত্য করা।
লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে
জাগতে পারেনি কুঁড়ি,
লক্ষ মরণে মরতে চেয়েছি,
সয়নি সে লুকোচুরি।
লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে
জাগতে পারেনি কুঁড়ি,
লক্ষ মরণে মরতে চেয়েছি,
সয়নি সে লুকোচুরি।
আজ এইক্ষণে বুঝিনি গোপনে
নিজেকে আবার পাব।
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেব,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাব।
জাগতে পারেনি কুঁড়ি,
লক্ষ মরণে মরতে চেয়েছি,
সয়নি সে লুকোচুরি।
আজ এইক্ষণে বুঝিনি গোপনে
নিজেকে আবার পাব।
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
না বলে এসেছি, তা বলে ভেবো না
না বলে বিদায় নেব,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাব।
[আরও পড়ুন: একটা কথা বলবো যদি রাখো তোমার মনেও আমার ছবি আঁকো]
[আরও পড়ুন: যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়]