Eka Mor Gaaner Tori Lyrics
একা মোর গানের তরী লিরিক্স
গান: একা মোর গানের তরী
অ্যালবাম: এখানে পিঞ্জর (১৯৭১, বাংলা ছায়াছবি)
গায়িকা: প্রতিমা বন্দ্যোপাধ্যায়
কথা: অতুলপ্রসাদ সেন
তাল: একতাল
সুর: অতুলপ্রসাদ সেন সঙ্গীত পরিচালনা: ভূপেন হাজারিকা
Song: Eka Mor Gaaner Tori
Album: Ekhane Pinjar (1971, Bengali Cinema)
Singer: Pratima Banerjee
Composer: Atul Prasad Sen
Music Director: Bhupen Hazarika
Music Director: Bhupen Hazarika
একা মোর গানের তরী
ভাসিয়েছিলাম নয়ন জলে
সহসা কে এলে গো
এ তরী বাইবে বলে
ভাসিয়েছিলাম নয়ন জলে
যা ছিল কল্পমায়া
সে কি আজ ধরল কায়া
যা ছিল কল্পমায়া
সে কি আজ ধরল কায়া
কে আমার বিফল মালা
পরিয়ে দিল তোমার গলে
ভাসিয়েছিলাম নয়ন জলে
এলে না প্রভাত বেলায়
হলে না সুখের সাথী
জীবনের প্রথম দোলায়
কেন মোর গানের ভেলায়
এলে না প্রভাত বেলায়
হলে না সুখের সাথী
জীবনের প্রথম দোলায়
এলে না প্রভাত বেলায়
হলে না সুখের সাথী
জীবনের প্রথম দোলায়
বুঝি মোর করুণ গানে
ব্যথা তাঁর বাজল প্রাণে
বুঝি মোর করুণ গানে
ব্যথা তাঁর বাজল প্রাণে
এলে কি দু-কূল হতে
কূল মেলাতে এ অকূলে
ভাসিয়েছিলাম নয়নজলে
একা মোর গানের তরী
ভাসিয়েছিলাম নয়নজলে
সহসা কে এলে গো
এ তরী বাইবে বলে
ভাসিয়েছিলাম নয়ন জলে
একা মোর গানের তরী
ব্যথা তাঁর বাজল প্রাণে
এলে কি দু-কূল হতে
কূল মেলাতে এ অকূলে
ভাসিয়েছিলাম নয়নজলে
একা মোর গানের তরী
ভাসিয়েছিলাম নয়নজলে
সহসা কে এলে গো
এ তরী বাইবে বলে
ভাসিয়েছিলাম নয়ন জলে
একা মোর গানের তরী
[আরও পড়ুন: স্বপ্ন তোমার স্বপ্ন আমার]
[আরও পড়ুন: তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই]
[আরও পড়ুন: আমার প্রভাত মধুর হলো]
[আরও পড়ুন: উঠ গো ভারত লক্ষ্মী উঠ আদি জগত জন পূজ্যা]