Chithira Chilo Elomelo Lyrics
চিঠিরা ছিলো এলোমেলো লিরিক্স
গান: চিঠিরা ছিলো এলোমেলো
অ্যালবাম: মন কেমনের স্টেশন (২০১২)
গায়িকা: শ্রেয়া ঘোষাল
লিরিক্স: শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: জয় সরকারSong: Chithira Chilo Elomelo
Album: Mon Kemoner Station (2012)
Singer: Shreya Ghoshal
Lyricist: Srijato Banerjee
Music Director: Joy Sarkar
ও...
চিঠিরা ছিলো এলোমেলো,
কে জানে তুমি ছিলে কোথায়?
হঠাৎ এ হাওয়া ছুটে এলো,
পুরোনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান।
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান,
পিয়া ভোলো..
দুপুরে ভূতে পাওয়া ছাতে,
কে জানে তুমি ছিলে কোথায়?
হঠাৎ এ হাওয়া ছুটে এলো,
পুরোনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান।
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান,
পিয়া ভোলো..
দুপুরে ভূতে পাওয়া ছাতে,
পৃথিবী একা হয়ে থাকে।
এসেছি মন কেমন সারাতে,
তবুও খুঁজিনি তোমাকে।
বিকেলের রোদে মুখ ডুবিয়ে আছি,
বিষাদের মিনারে আজান।
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান,
পিয়া ভোলো ..
কখনো ভেবে দেখেছো কি
কতটা একা হয়ে আছি?
শুকিয়ে গেছে দুটো চোখই
কিভাবে খেলি কানামাছি?
হারিয়ে ফেলা নামে ডাকি না আর,
চিলেকোঠা ভাঙ্গে বানাই।
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান,
পিয়া ভোলো..
এসেছি মন কেমন সারাতে,
তবুও খুঁজিনি তোমাকে।
বিকেলের রোদে মুখ ডুবিয়ে আছি,
বিষাদের মিনারে আজান।
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান,
পিয়া ভোলো ..
কখনো ভেবে দেখেছো কি
কতটা একা হয়ে আছি?
শুকিয়ে গেছে দুটো চোখই
কিভাবে খেলি কানামাছি?
হারিয়ে ফেলা নামে ডাকি না আর,
চিলেকোঠা ভাঙ্গে বানাই।
পিয়া ভোলো, পিয়া ভোলো অভিমান,
পিয়া ভোলো..
চিঠিরা ছিলো এলোমেলো,
কে জানে তুমি ছিলে কোথায়?
হঠাৎ এ হাওয়া ছুটে এলো,
পুরোনো একলা চিলেকোঠায়।
শুনিয়েছিলে আমাকে তুমি কবে
ঘুমিয়ে পড়েছে সে গান।
[আরও পড়ুন: হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি]
[আরও পড়ুন: একা মোর গানের তরী]
[আরও পড়ুন: একা মোর গানের তরী]
[আরও পড়ুন: স্বপ্ন তোমার স্বপ্ন আমার]
[আরও পড়ুন: তোমাকে শোনাতে এ গান যে গেয়ে যাই]