Jege Jege Koto Par Kore Deoya Raat Lyrics
জেগে জেগে কতো পার করে দেওয়া রাত লিরিক্স
উড়ান (বাংলা সিনেমা, ২০২০) |
গান: জেগে জেগে কতো পার করে দেওয়া রাত
অ্যালবাম: উড়ান (বাংলা সিনেমা, ২০২০)
গায়িকা: শ্রেয়া ঘোষাল
সহযোগী কণ্ঠশিল্পী: অনাস্মিতা ঘোষ, অস্মিতা কর
লিরিক্স: শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: জয় সরকারSong: Jege Jege Koto Par Kore Deoya Raat
Album: Uraan (Bangla Cinema, 2020)
Singer: Shreya Ghoshal
Back vocals: Anasmita Ghosh, Ashmita Kar
Lyricist: Srijato Banerjee
Music Director: Joy Sarkar
জেগে জেগে কতো পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না,
আজ রাতে... না না না না...
না না না না না না না না...
ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে,
চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না,
আজ রাতে...
দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো,
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।
হো... আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না, আজ রাতে...
এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে,
মরে যেতে পারি সহজে এতো চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না,
আজ রাতে...
জেগে জেগে কতো পার করে দেওয়া রাত
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না,
আজ রাতে... না না না না...
না না না না না না না না...
ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে,
চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না,
আজ রাতে...
দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো,
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।
হো... আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না, আজ রাতে...
এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে,
মরে যেতে পারি সহজে এতো চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না,
আজ রাতে...
জেগে জেগে কতো পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না,
আজ রাতে... না না না না...
না না না না না না না না...
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না,
আজ রাতে... না না না না...
না না না না না না না না...
[আরও পড়ুন: চিঠিরা ছিলো এলোমেলো]
[আরও পড়ুন: হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি]
[আরও পড়ুন: একা মোর গানের তরী]
[আরও পড়ুন: একা মোর গানের তরী]
[আরও পড়ুন: স্বপ্ন তোমার স্বপ্ন আমার]