হে নূতন দেখা দিক আর বার
রবীন্দ্রনাথ ঠাকুর
হে নূতন,
দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ।
তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন
সূর্যের মতন।
রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন।
ব্যক্ত হোক জীবনের জয়,
ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময়।
উদয়দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্তমাঝে
চিরনূতনেরে দিল ডাক
পঁচিশে বৈশাখ।।
রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল: ২৩ বৈশাখ, ১৩৪৮ বঙ্গাব্দ
তাল: কাহারবা
রচনাকাল: ২৩ বৈশাখ, ১৩৪৮ বঙ্গাব্দ
[ইংরেজি: ৬ মে, ১৯৪১ খ্রিস্টাব্দ]
[আরও পড়ুন: নববর্ষে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর]
[আরও পড়ুন: এসো হে বৈশাখ এসো এসো]
[আরও পড়ুন: দিনের শেষে ঘুমের দেশে (রবীন্দ্র সংগীত)]
[আরও পড়ুন: কিছু স্বপ্ন কিছু মেঘলা (নীল দিগন্তে)]