Kichu Swapno Kichu Meghla Neel Digante Lyrics
কিছু স্বপ্ন কিছু মেঘলা নীল দিগন্তে লিরিক্স
গোত্র (Gotro) (২০১৯, বাংলা সিনেমা) |
গায়িকা: শ্রেয়া ঘোষাল
অ্যালবাম: গোত্র (২০১৯, বাংলা সিনেমা)
লিরিক্স রচনা: অনিন্দ্য চট্টোপাধ্যায়
গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের ''নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগলো" গান থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে
Song: Kichu Swapno Kichu Meghla Neel Digante
Singer: Shreya Ghoshal
Album: Gotro (2019, Bangla Film)
Lyricist: Anindya Chattopadhyay
This song is inspired from the song "Neel Digante Oi Phuler Agun Laglo", originally written by Rabindranath Tagore
লিরিক্স>>>
কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে এ বসন্ত রাত জাগা
মম চিত্তে, পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য
নিতি নৃত্যে, ফুল ছিড়তে শুধু তোমার কথাই ভাববো
আজ হাওয়া বেপরোয়া দিলো সন্ধ্যে পাখির ঝাঁক
এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক
নীল দিগন্তে, ঐ ফুলের আগুন লাগলো লাগলো
নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো
বসন্তে, নীল দিগন্তে
দিগন্তে সুরের আগুন, জ্বলছে অবুঝ ফাগুন
দিগন্তে সুরের আগুন, জ্বলছে অবুঝ ফাগুন
করছে কি ভয়-টয়, মন হলে নয়-ছয়
পাতা ঝরার মরসুম
আজ হাওয়া বেপরোয়া দিলো সন্ধ্যে পাখির ঝাঁক
এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক
নীল দিগন্তে, ঐ ফুলের আগুন লাগলো লাগলো
নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো
বসন্তে, নীল দিগন্তে
[আরও পড়ুন: একটা কথা বলবো যদি রাখো তোমার মনেও আমার ছবি আঁকো]
কিছু স্বপ্ন, কিছু মেঘলা চোখে চোখ রাখা এক রত্তি
কিছু ইচ্ছে, সাড়া দিচ্ছে মন ইতিউতি তিন সত্যি
তার সঙ্গে-বিভঙ্গে দেখি কি হয় ভালো মন্দে?
কি মৃদঙ্গে, সে তরঙ্গে এলো ঢেউ কুচ-কুচ সন্ধ্যে
আজ হাওয়া বেপরোয়া দিলো সন্ধ্যে পাখির ঝাঁক
এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারে থাক
নীল দিগন্তে, ঐ ফুলের আগুন লাগলো লাগলো
নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো
বসন্তে, নীল দিগন্তে
[আরও পড়ুন: এসো হে বৈশাখ এসো এসো]
[আরও পড়ুন: আমার গানে ভোরবেলাতে শিশির ধোয়া মাঠ]
[আরও পড়ুন: আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর লিরিক্স]
[আরও পড়ুন: রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে প্রেমের কাহিনী]
[আরও পড়ুন: কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই লিরিক্স]