Sat Ranga Ek Pakhi Lyrics
সাত রঙা এক পাখি লিরিক্স
গান: সাত রঙা এক পাখি
অ্যালবাম: Sera Shilpi Sera Gaan Vol. 3
গায়িকা: প্রতিমা বন্দ্যোপাধ্যায়
লেখক: সুনীল বরণ
গীতিকার: সুবীর হাজরা
সঙ্গীত পরিচালনা: সুধীন দাশগুপ্ত
Song: Sat Ranga Ek Pakhi
Album: Sera Shilpi Sera Gaan Vol. 3
Singer: Pratima Banerjee
Composer: Sunil Baran
Song: Sat Ranga Ek Pakhi
Album: Sera Shilpi Sera Gaan Vol. 3
Singer: Pratima Banerjee
Composer: Sunil Baran
Lyricist: Subir Hazra
Music Director: Sudhin Dasgupta
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সাত রঙা এক পাখি...
কোন দেশেতে ছিল, ফাগুন এনে দিল,
কোন দেশেতে ছিল, ফাগুন এনে দিল,
ঘাসের ফুলের পরশ দিয়ে বাঁধন মিলল রাখি।
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সবুজ নিলো বন, রঙিন হল মন,
লাল নিলো তার জবা, হলুদ নিলো চাঁপা।
সবুজ নিলো বন, রঙিন হল মন,
লাল নিলো তার জবা, হলুদ নিলো চাঁপা।
আর যা ছিল ছড়িয়ে দিল, মুখর হল সভা।
রাখাল ছেলে এলো, ফুলের খবর পেলো,
রাখাল ছেলে এলো, ফুলের খবর পেলো,
বাতাসে তার গন্ধ নিয়ে বুজলো দুটি আঁখি।
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সাত রঙা এক পাখি...
(Remake)
Singer: Shreya Ghoshal
Album: Bendhechhi Bina (1998)
গায়িকা: শ্রেয়া ঘোষাল
অ্যালবাম: বেঁধেছি বীণা (১৯৯৮)
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সাত রঙা এক পাখি...
কোন দেশেতে ছিল, ফাগুন এনে দিল,
কোন দেশেতে ছিল, ফাগুন এনে দিল,
ঘাসের ফুলের পরশ দিয়ে বাঁধন মিলল রাখি।
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সবুজ নিলো বন, রঙিন হল মন,
লাল নিলো তার জবা, হলুদ নিলো চাঁপা।
সবুজ নিলো বন, রঙিন হল মন,
লাল নিলো তার জবা, হলুদ নিলো চাঁপা।
আর যা ছিল ছড়িয়ে দিল, মুখর হল সভা।
রাখাল ছেলে এলো, ফুলের খবর পেলো,
রাখাল ছেলে এলো, ফুলের খবর পেলো,
বাতাসে তার গন্ধ নিয়ে বুজলো দুটি আঁখি।
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সাত রঙা এক পাখি পাতার ফাকে,
ডালে ডালে করছে ডাকা ডাকি।
সাত রঙা এক পাখি...
[আরও পড়ুন: হয়তো তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য]
[আরও পড়ুন: আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার]