O Pakhi Ure Aay Lyrics
ও পাখি উড়ে আয় লিরিক্স
গান: ও পাখি উড়ে আয়, উড়ে আয়
অ্যালবাম: জীবন রহস্য (বাংলা ছায়াছবি, ১৯৭৩)
গায়িকা: আশা ভোঁসলে
গানের লিরিক্স রচনা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালনা: অভিজিৎ বন্দ্যোপাধ্যায়Song: O Pakhi Ure Aay
Album: Jiban Rahasya (Bangla movie, 1973)
Singer: Asha Bhosle
Lyricist: Pulak Banerjee
Music: Abhijit Banerjee
(Remake)
Singer: Shreya Ghoshal
Album: Bendhechhi Bina (1998)
গায়িকা: শ্রেয়া ঘোষাল
অ্যালবাম: বেঁধেছি বীণা (১৯৯৮)
তোরি সুরে যা যা দেখে যা,
যা যা রে দেখে যা,
আমি আজ কার কাছে রয়েছি?
ও পাখি উড়ে আয় উড়ে আয়,
তোরি সুরে যা যা দেখে যা,
যা যা রে দেখে যা,
আমি আজ কার কাছে রয়েছি?
ও পাখি উড়ে আয়, উড়ে আয়,
উড়ে আয়।
আকাশে সোনার যে আলো,
উঠেছ আমার চোখে ঢালো।
আকাশে সোনার যে আলো,
উঠেছ আমার চোখে ঢালো।
সে আলোয় আলোয় যাকে পাবো,
দুটি চোখ ভরে দেখে যাবো।
সে আলোয় আলোয় যাকে পাবো,
দুটি চোখ ভরে দেখে যাবো।
এ আমি কত তার আপনার হয়েছি,
দেখে যা,
আমি আজ কার কাছে রয়েছি?
ও পাখি উড়ে আয় উড়ে আয়,
তোরি সুরে যা যা দেখে যা,
যা যা রে দেখে যা,
আমি আজ কার কাছে রয়েছি?
ও পাখি উড়ে আয়, উড়ে আয়,
উড়ে আয়।
বাতাসে লাগে যে দোলা,
এসো না আমার দ্বার খোলা।
বাতাসে লাগে যে দোলা,
এসো না আমার দ্বার খোলা।
সে দোলায় দোলায় আমি দেখি,
জীবনে এল বুঝি সে কি?
সে দোলায় দোলায় আমি দেখি,
জীবনে এল বুঝি সে কি?
এ আশা এতদিন এই মনে বয়েছি,
দেখে যা,
আমি আজ কার কাছে রয়েছি?
ও পাখি উড়ে আয় উড়ে আয়,
তোরি সুরে যা যা দেখে যা,
যা যা রে দেখে যা,
আমি আজ কার কাছে রয়েছি।
ও পাখি উড়ে আয়, উড়ে আয়,
উড়ে আয়।
[আরও পড়ুন: কই গো কই গো কই আমার বকুল ফুল কই]
[আরও পড়ুন: হয়তো তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য]
[আরও পড়ুন: আকাশ কুসুম দিয়ে আমি গেঁথেছি যে হার]
[আরও পড়ুন: এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়]
[আরও পড়ুন: তখন তোমার একুশ বছর বোধহয়]