Ei Mom Jocchonay Ango Bhijiye Lyrics
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে লিরিক্স
All Time Greats-Arati Mukherjee |
অ্যালবাম: All Time Greats-Arati Mukherjee
গায়িকা: আরতি মুখার্জি
লিরিক্স রচনা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: নচিকেতা ঘোষ
লিরিক্স>>>
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত
আকাশে সলমা-জরি।
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
জাফরানি ওই আলতা ঠোঁটে,
মিষ্টি হাসির গোলাপ ফোটে,
মনে হয় বাতাসেরঐ দিলরুবাতে
জাফরানি ওই আলতা ঠোঁটে,
মিষ্টি হাসির গোলাপ ফোটে,
মনে হয় বাতাসেরঐ দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি।
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত
আকাশে সলমা-জরি।
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
[আরও পড়ুন: রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে প্রেমের কাহিনী]
এই রূপসী রাত আর ঐ রূপালী চাঁদ
বলে জেগে থাকো,
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো।
মখমলের ঐ সুজনি ঘাসে,
বসলে না হয় একটু পাশে,
মনেহয় মহুয়ার আতর মেখে
এই রূপসী রাত আর ঐ রূপালী চাঁদ
বলে জেগে থাকো,
এ লগন আর কখনো ফিরে পাবে নাকো।
মখমলের ঐ সুজনি ঘাসে,
বসলে না হয় একটু পাশে,
মনেহয় মহুয়ার আতর মেখে
তোমার কোলে ঘুমিয়ে পড়ি
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারারাত
আকাশে সলমা-জরি।
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।
ও ও ও ও এসো না গল্প করি।
[আরও পড়ুন: একটা কথা বলবো যদি রাখো তোমার মনেও আমার ছবি আঁকো]
[আরও পড়ুন: কিছু স্বপ্ন কিছু মেঘলা নীল দিগন্তে লিরিক্স]
[আরও পড়ুন: না বলে এসেছি তা বলে ভেবোনা না বলে বিদায় নেবো]
[আরও পড়ুন: যা রে যারে উড়ে যারে পাখি লিরিক্স]
ও ও ও ও এসো না গল্প করি।
[আরও পড়ুন: একটা কথা বলবো যদি রাখো তোমার মনেও আমার ছবি আঁকো]
[আরও পড়ুন: কিছু স্বপ্ন কিছু মেঘলা নীল দিগন্তে লিরিক্স]
[আরও পড়ুন: না বলে এসেছি তা বলে ভেবোনা না বলে বিদায় নেবো]
[আরও পড়ুন: যা রে যারে উড়ে যারে পাখি লিরিক্স]