Dheu Uthchhe Kara Tutchhe Song Lyrics
ঢেউ উঠছে কারা টুটছে গান
গান: ঢেউ উঠছে কারা টুটছে
কথা: সলিল চৌধুরী
Song: Dheu Uthchhe Kara Tutchhe
Composer: Salil Chowdhury
১৯৪৬ সালের ২৯ জুলাই নৌ-বিদ্রোহের সমর্থনে ভারতে দেশব্যাপী ধর্মঘট হয়েছিল। সেসময় সলিল চৌধুরী 'ঢেউ উঠছে কারা টুটছে' গানটি লেখেন এবং সেদিন কলকাতায় মনুমেন্টের নীচে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে এই গানটি গাওয়া হয়েছিল। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম জনপ্রিয় গণ সংগীত। শ্রমিক, মেহনতি মানুষেরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এখনও হরতাল করতে বাধ্য হয়। 'ঢেউ উঠছে কারা টুটছে' গানটি আজও বামপন্থী কমিউনিস্ট দলগুলির সমর্থকদের দ্বারা বনধের সময় গাওয়া হয়।
ঢেউ উঠছে কারা টুটছে
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে,
আলো ফুটছে,
প্রাণ জাগছে জাগছে জাগছে...
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে...
আলো ফুটছে, প্রাণ জাগছে...
গুরু গুরু গুরু গুরু
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
গুরু গুরু গুরু গুরু
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে,
আলো ফুটছে,
প্রাণ জাগছে জাগছে জাগছে...
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে,
আলো ফুটছে,
প্রাণ জাগছে জাগছে জাগছে...
শোষণের চাকা আর ঘুরবে না ঘুরবে না,
চিমনীতে কালো ধোঁয়া উঠবে না উঠবে না।
বয়লারে চিতা আর জ্বলবে না জ্বলবে না,
চাকা ঘুরবে না, চিতা জ্বলবে না,
ধোঁয়া উঠবে না, চাকা ঘুরবে না।
শোষণের চাকা আর ঘুরবে না ঘুরবে না,
চিমনীতে কালো ধোঁয়া উঠবে না উঠবে না।
বয়লারে চিতা আর জ্বলবে না জ্বলবে না
চাকা ঘুরবে না, চিতা জ্বলবে না,
চিমনীতে কালো ধোঁয়া উঠবে না উঠবে না।
বয়লারে চিতা আর জ্বলবে না জ্বলবে না
চাকা ঘুরবে না, চিতা জ্বলবে না,
ধোঁয়া উঠবে না, চাকা ঘুরবে না।
লাখে লাখ করতাল হরতাল হেঁকেছে,
হরতাল, হরতাল, হরতাল।
লাখে লাখ করতাল হরতাল হেঁকেছে,
হরতাল, হরতাল, হরতাল।
আজ হরতাল, আজ চাকা বন্ধ।
আজ হরতাল, আজ চাকা বন্ধ।
আজ হরতাল, আজ চাকা বন্ধ।
গুরু গুরু গুরু গুরু
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
গুরু গুরু গুরু গুরু
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
আর পারবে ভোলাতে মধুমাখা ছুরিতে
জনতাকে পারবে না ভোলাতে।
আর পারবে না দোলাতে মরীচিকা মায়াতে
বিভেদের ছলনায় ছলিতে।
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে,
আলো ফুটছে,
প্রাণ জাগছে জাগছে জাগছে...
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে প্রাণ জাগছে।
আলো ফুটছে প্রাণ জাগছে।
জনতাকে পারবে না ভোলাতে।
আর পারবে না দোলাতে মরীচিকা মায়াতে
বিভেদের ছলনায় ছলিতে।
আর পারবে ভোলাতে মধুমাখা ছুরিতে
জনতাকে পারবে না ভোলাতে।
আর পারবে না দোলাতে মরীচিকা মায়াতে
বিভেদের ছলনায় ছলিতে।
মিছিলের গর্জন দুর্জয় শপথে গরজে ঐ গরজে,
আজ হরতাল, আজ চাকা বন্ধ।
জনতাকে পারবে না ভোলাতে।
আর পারবে না দোলাতে মরীচিকা মায়াতে
বিভেদের ছলনায় ছলিতে।
মিছিলের গর্জন দুর্জয় শপথে গরজে ঐ গরজে,
আজ হরতাল, আজ চাকা বন্ধ।
আজ হরতাল, আজ চাকা বন্ধ।
গুরু গুরু গুরু গুরু
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
গুরু গুরু গুরু গুরু
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
ডম্বর পিনাকী বেজেছে বেজেছে বেজেছে,
মরা বন্দরে আজ
জোয়ার জাগানো ঢেউ
তরণী ভাসানো ঢেউ উঠেছে।
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে, প্রাণ জাগছে,
ঢেউ উঠছে, কারা টুটছে,
আলো ফুটছে,
প্রাণ জাগছে জাগছে জাগছে...
[আরও পড়ুন: মুক্ত হবে প্রিয় মাতৃভূমি সেদিন সুদুর নয় আর]
[আরও পড়ুন: হেই সামালো ধান হো কাস্তেটা দাও শাণ হো]
[আরও পড়ুন: রণে সাজিল রে, তেভাগা কৃষক আন্দোলনের গান]
[আরও পড়ুন: ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন]
[আরও পড়ুন: জাগো অনশন বন্দী ওঠ রে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত]
[আরও পড়ুন: আহ্বান শোনো আহ্বান]
[আরও পড়ুন: কমরেড লেনিনের আহ্বান লিরিক্স]