Jago Anashan Bondi Lyrics
জাগো অনশন বন্দী লিরিক্স
গান: জাগো অনশন বন্দী
কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক কমিউনিস্ট আন্তর্জাতিক গানের বাংলা অনুবাদ
কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীতের সুর
কাহারবা তাল
Bangla translation of Communist International song by Kazi Nazrul Islam
জাগো অনশন বন্দী লিরিক্স
গান: জাগো অনশন বন্দী
কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক কমিউনিস্ট আন্তর্জাতিক গানের বাংলা অনুবাদ
কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সঙ্গীতের সুর
কাহারবা তাল
Bangla translation of Communist International song by Kazi Nazrul Islam
লিরিক্স>>>
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
যত অত্যাচারে আজি বজ্র হানি’
হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী,
নব জনম লভি’ অভিনব ধরণী ওরে ঐ আগত
জাগো…
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার
মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার।
আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচায়
মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার।
ভেদি’ দৈত্য-কারা আয় সর্বহারা;
কেহ রহিবে না আর পর-পদ-আনত।
ভেদি’ দৈত্য-কারা আয় সর্বহারা;
কেহ রহিবে না আর পর-পদ-আনত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
নব ভিত্তি ‘পরে —
নব নবীন জীবন হবে উত্থিত রে।
নব ভিত্তি ‘পরে —
নব নবীন জীবন হবে উত্থিত রে।
শোন্ অত্যাচারী, শোন্ রে সঞ্চয়ী।
ছিনু সর্বহারা, হব সর্বজয়ী।
শোন্ অত্যাচারী, শোন্ রে সঞ্চয়ী।
ছিনু সর্বহারা, হব সর্বজয়ী।
ওরে সর্বশেষের এই সংগ্রাম-মাঝ।
নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ;
ওরে সর্বশেষের এই সংগ্রাম-মাঝ।
নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ;
এই ‘জনগন-অন্তর-সংহতি’ রে
হবে নিখিল মানব জাতি সমুদ্ধত।।
এই ‘জনগন-অন্তর-সংহতি’ রে
হবে নিখিল মানব জাতি সমুদ্ধত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
জাগো অনশন-বন্দী, ওঠ রে যত
জগতের লাঞ্ছিত ভাগ্যহত।
[আরও পড়ুন: ঢেউ উঠছে কারা টুটছে ধর্মঘটের গান]
[আরও পড়ুন: হেই সামালো ধান হো কাস্তেটা দাও শাণ হো]
[আরও পড়ুন: মুক্ত হবে প্রিয় মাতৃভূমি সেদিন সুদুর নয় আর]
[আরও পড়ুন: ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন]
[আরও পড়ুন: জাগো অনশন বন্দী ওঠ রে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত]
[আরও পড়ুন: আহ্বান শোনো আহ্বান]
[আরও পড়ুন: রণে সাজিল রে, তেভাগা কৃষক আন্দোলনের গান][আরও পড়ুন: কমরেড লেনিনের আহ্বান লিরিক্স]