মুক্ত হবে প্রিয় মাতৃভূমি গানের লিরিক্স
Communist Song - People's Song
দেশাত্মবোধক গান
বামপন্থী কমিউনিস্ট আন্দোলনের গান
মুক্ত হবে প্রিয় মাতৃভূমি |
গান: মুক্ত হবে প্রিয় মাতৃভূমি সেদিন সুদুর নয় আর
কথা: প্রতুল মুখোপাধ্যায়
সুর: প্রতুল মুখোপাধ্যায়
Song: Mukto Hobe Priyo Matribhumi Sedin Sudur Noy Aar
Composer: Pratul Mukhopadhyay
Music: Pratul Mukhopadhyay
ভারতে ১৯৬৭ সালে নকশালবাড়ি গ্ৰামে কৃষক বিদ্রোহ শুরু হয়। কৃষক আন্দোলনকে সমর্থন করে, কমিউনিস্ট নেতা কমরেড চারু মজুমদার ডাক দিয়েছিলেন সাতের দশককে মুক্তির দশকে পরিণত করার। অন্যায়, শোষণের বিরুদ্ধে কৃষক শ্রমিকদের উদ্বুদ্ধ করে সশস্ত্র বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। "মুক্ত হবে প্রিয় মাতৃভূমি" গানটি সেই রক্তক্ষয়ী সংঘর্ষের দিনগুলির মাঝে লেখা হয়েছিল। গানটি গণ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের লেখা এবং তিনিই গানটির সুর করেছিলেন। গানটি সকল মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করে, প্রকৃত দেশপ্রেমিক মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে। গানটি সাতের দশকের জনযুদ্ধের বিশেষ সময়ের দলিল।
মুক্ত হবে প্রিয় মাতৃভূমি সেদিন সুদুর নয় আর
মুক্ত হবে প্রিয় মাতৃভূমি,
সেদিন সুদুর নয় আর,
দেখো লাল সূর্যের আলোয় লাল,
পূর্ব সমুদ্রের পার।
মুক্ত হবে প্রিয় মাতৃভূমি,
সেদিন সুদুর নয় আর,
দেখ লাল সূর্যের আলোয় লাল,
পূর্ব সমুদ্রের পার।
সে আলো ছড়ায় দিগ্বিদিকে,
কেটে যায় রাতের আঁধার।
লাল সূর্যের আলোকধারায়,
করবে মাতৃভূমি মুক্তির স্নান।
উঠবে গেয়ে মুক্তির গান,
যুগ যুগ নিপীড়িত মজুর কিষান।
উড়বে হাওয়ায় আকাশছোঁয়া,
গৌরব উজ্জ্বল রক্তনিশান।
সেই আলোভরা দিন আনতে হবে,
আলোভরা দিন আনতে হবে,
ঢালো কমরেড সব শক্তি তোমার।
মুক্ত হবে প্রিয় মাতৃভূমি,
সেদিন সুদুর নয় আর।
দেখো মহান ভারতের জনতা মহান,
ভারত হবেই জনতার।
মহান ভারতের জনতা মহান,
ভারত হবেই জনতার।
[আরও পড়ুন: ঢেউ উঠছে কারা টুটছে ধর্মঘটের গান]
[আরও পড়ুন: হেই সামালো ধান হো কাস্তেটা দাও শাণ হো]
[আরও পড়ুন: রণে সাজিল রে, তেভাগা কৃষক আন্দোলনের গান]
[আরও পড়ুন: ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন]
[আরও পড়ুন: জাগো অনশন বন্দী ওঠ রে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত]
[আরও পড়ুন: আহ্বান শোনো আহ্বান]
[আরও পড়ুন: কমরেড লেনিনের আহ্বান লিরিক্স]