Ami Cheye Cheye Dekhi Saradin Lyrics
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন লিরিক্স
দেয়া নেয়া (১৯৬৩, বাংলা ছায়াছবি) |
গান: আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
অ্যালবাম: দেয়া নেয়া (১৯৬৩, বাংলা ছায়াছবি)
অ্যালবাম: দেয়া নেয়া (১৯৬৩, বাংলা ছায়াছবি)
গায়ক: শ্যামল মিত্র
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত পরিচালনা: শ্যামল মিত্র
সঙ্গীত পরিচালনা: শ্যামল মিত্র
Lyricist: Gauriprasanna Majumdar
Music Director: Shyamal Mitra
Music Director: Shyamal Mitra
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন,
আজ ওই চোখে সাগরের নীল,
আমি তাইকি গান গাইছি,
বুঝি মনে মনে হয়ে গেল মিল।
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন,
আজ ওই চোখে সাগরের নীল,
আমি তাইকি গান গাইছি,
বুঝি মনে মনে হয়ে গেল মিল।
কবরীতে ওই ঝরো ঝরো কনকচাঁপা,
না বলা কথায় থর থর অধর কাঁপা।
কবরীতে ওই ঝরো ঝরো কনকচাঁপা,
না বলা কথায় থর থর অধর কাঁপা।
তাই কি আকাশ হলো আজ
আলোয় আলোয় ঝিলমিল।
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন,
আজ ওই চোখে সাগরের নীল,
আমি তাইকি গান গাইছি,
বুঝি মনে মনে হয়ে গেল মিল।
এই যেন নয় গো প্রথম
তোমায় যে কত দেখেছি,
স্বপ্নের তুলি দিয়ে তাই
তোমার সে ছবি এঁকেছি।
মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা,
যেন এ হৃদয় রামধনু খুশীতে মাখা।
তাই কি গানে সুরে আজ
ভরে আমায় রিনিকি।
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন,
আজ ওই চোখে সাগরের নীল,
আমি তাইকি গান গাইছি,
বুঝি মনে মনে হয়ে গেল মিল।
[আরও পড়ুন: চাঁদের হাসির বাঁধ ভেঙেছে]
[আরও পড়ুন: বেলা বয়ে যায় (ওরে ও ডাকে মন সোনা মন)]
[আরও পড়ুন: তারাদের শেষ তর্পণ (আগে ছিলে দুচোখের তারা)]
[আরও পড়ুন: গুন গুন করে মন ভ্রমরা যে ওই]