Chander Hasir Bandh Bhengeche Lyrics
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে লিরিক্স
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে রবীন্দ্রনাথ ঠাকুর |
গান: চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
সঙ্গীত রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর
Song: Chander Hasir Bandh Bhengeche
Composer: Rabindranath Tagore
Composer: Rabindranath Tagore
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে,
উছলে পড়ে আলো,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
উছলে পড়ে আলো,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে,
উছলে পড়ে আলো,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
পাগল হাওয়া বুঝতে নারে,
ডাক পড়েছে কোথায় তারে।
উছলে পড়ে আলো,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
পাগল হাওয়া বুঝতে নারে,
ডাক পড়েছে কোথায় তারে।
পাগল হাওয়া বুঝতে নারে,
ডাক পড়েছে কোথায় তারে।
ফুলের বনে যার পাশে যায়
ডাক পড়েছে কোথায় তারে।
ফুলের বনে যার পাশে যায়
তারেই লাগে ভালো।
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা,
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।
পারিজাতের কেশর নিয়ে,
ধরায় শশী ছড়াও কী এ?
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা।
পারিজাতের কেশর নিয়ে,
ধরায় শশী ছড়াও কী এ?
পারিজাতের কেশর নিয়ে,
ধরায় শশী ছড়াও কী এ?
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
ধরায় শশী ছড়াও কী এ?
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে,
উছলে পড়ে আলো,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
[আরও পড়ুন: বেলা বয়ে যায় (ওরে ও ডাকে মন সোনা মন)]
উছলে পড়ে আলো,
ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো।
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।
[আরও পড়ুন: বেলা বয়ে যায় (ওরে ও ডাকে মন সোনা মন)]
[আরও পড়ুন: তারাদের শেষ তর্পণ (আগে ছিলে দুচোখের তারা)]
[আরও পড়ুন: গুন গুন করে মন ভ্রমরা যে ওই]
[আরও পড়ুন: কেন এ মন অকারণ আমায় কাঁদায় যখন তখন][আরও পড়ুন: এই আকাশ নতুন বাতাস নতুন]
[আরও পড়ুন: কিছু স্বপ্ন কিছু মেঘলা (নীল দিগন্তে)]